December 22, 2024

নির্ভয়ের মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ 

0

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চর চন্ডিপুর গ্রামের সিদ্দিক ঢালীর ২টি পা দুরারোগ্য ব্যাধিতে চলার সামর্থ্য হারিয়েছে, চলাফেরা করতে পারেন না, রমজানে ইফতার সামগ্রী পেয়ে তার চোখে আনন্দাশ্রু।

এমন ২০০টির বেশি অসহায় পীড়িত পরিবারের মাঝে পবিত্র রমজানে ইফতার সামগ্রী বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় ফাউন্ডেশন। গত বছরের ন্যায় বাড়ি বাড়ি গিয়ে স্বেচ্ছাসেবীরা পৌঁছে দিচ্ছে পিয়াজ, আলু, খেজুর, চিনি, সয়াবিন তেলসহ বিভিন্ন ইফতার সামগ্রী।

রমজান মাসব্যাপী চলা কার্যক্রম নিয়ে সংগঠনের পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, ময়মনসিংহের সদর, ফুলবাড়িয়া, গফরগাঁও, ত্রিশাল, জামালপুরের মেলান্দহ, নেত্রকোনার সদর, রংপুর সদর, সাতক্ষীরার শ্যামনগরে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। প্রাথমিকভাবে ২০০ পরিবারের মাঝে বিতরণের লক্ষ্য থাকলেও সকলের সহযোগিতায় আরও বেশি পরিবারে ইফতারের উপহার পৌঁছে দিতে পারবো আমরা।

তিনি আরও জানান, ইফতার সামগ্রীর মধ্যে ছিল- মুড়ি, ছোলা, পিয়াজ, আলু, চিনি, খেজুর, সয়াবিন তেল, সেমাই। পরিমাণ সামান্য হলেও সাধ্যমতো চেষ্টা করেছি করোনা পরবর্তী সময়ে অসহায়দের পাশে দাঁড়ানোর।

ইফতার সামগ্রী পেয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুরের বিধবা আম্বিয়া জানান, আমরা দিন আনি দিন খাই, এখন বাজার-সদাইয়ের যে দাম কষ্ট হয় খাইতে। রোজায় তারা (নির্ভয়ের স্বেচ্ছাসেবীরা) যা দিছে, কয়েকদিন চলতে পারমু। আল্লাহ্‌ তাদের আরও দেওনের সামর্থ্য দেক।

প্রসঙ্গত, ‘লেটস চ্যাঞ্জ টুগেদার’ স্লোগানে ২০১৭ সাল থেকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে নির্ভয় ফাউন্ডেশন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বর্তমানে সংগঠনের ৪টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি শিশু শিক্ষা, অসহায়দের স্বাবলম্বীকরণ, বিনামূল্যে রক্তদান ও গ্রুপ নির্ণয়, উন্মুক্ত পাঠাগার, পরিবেশ বিষয়ে কাজ করছে সংগঠনটি। ইতোমধ্যে দেশের ৩৮টি বিশ্ববিদ্যালয় ও কলেজে রয়েছে সংগঠনের প্রতিনিধি।

উল্লেখ্য, গতবছরের রমজানেও ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম পরিচালনা করেছিল সংগঠনটি। যেখানে প্রায় ১৫০ টি পরিবার কার্যক্রমের আওতাভুক্ত ছিল। এছাড়াও করোনা মহামারিতেও খাদ্য সামগ্রী বিতরণ করেছিল নির্ভয়ের স্বেচ্ছাসেবীরা।

অধি/ইমা/ডেস্ক

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *