December 23, 2024

নির্ভয় ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করা একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় ফাউন্ডেশন। ২০১৭ সালে মাত্র ১০ জন উচ্চাভিলাষী তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়া এ সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

৪ টি শাখা ইউনিট ও তিনশতাধিক স্বেচ্ছাসেবীর সম্বনয়ে মানবতার সেবায় নিযুক্ত এ সংগঠনটি তাদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আদর্শ মেনে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস ও পরবর্তী বছরের নতুন কমিটি ঘোষণা বিষয়ক আলোচনা অনুষ্ঠান উপলক্ষে কেক কাটার ব্যবস্থা এবং সন্ধ্যায় একটি চড়ুইভাতির আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ প্রাঙ্গনে।

এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্ভয় ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলি থেকে প্রফেসর ড. উজ্জল কুমার প্রধান, প্রক্টর জাককানইবি, প্রফেসর ড. শেখ সুজন আলী, সিএসই বিভাগ, রফিকুল ইসলাম ইমু, সহকারি অধ্যাপক, ব্যাবস্থাপনা বিভগ, জনাব তারিফুল ইসলাম, প্রভাষক, দর্শন বিভাগ।

তারা আসন্ন ২০২২ সালের নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে শুভেচ্ছা জানান এবং সংগঠনটির বিভিন্ন মানবসেবামূলক কাজসমূহের প্রশংসা করে, এটির নানাবিধ মহৎ উদ্দেশ্য পূরণে সংগঠনটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বিবার্তা/রোকনুজ্জামান বাপ্পি/বাবর/এসবি-ডেস্ক

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *