তৃতীয় বছরে পা দিলো নির্ভয় ফাউন্ডেশন
হাটি হাটি পা পা করে তৃতীয় বর্ষে পদার্পণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় ফাউন্ডেশন। সংগঠনটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৮ই ডিসেম্বর ২০১৯ (রবিবার) বিকেল ২:৩০টা থেকে ৫:০০ পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানটি আয়োজন কয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সহকারী প্রক্টর ও ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান মোঃ বাকী বিল্লাহ (সাকার মুস্তাফা), ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, নির্ভয়ের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুল ইসলাম সহ নির্ভয়ের উপদেষ্টামন্ডলী ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের প্রতিষ্ঠাতা ইবনুল হায়দার নকিব, ডিবেটিং সোসাইটি এর সহ সভাপতি ফিরোজ আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন নির্ভয়ের সদস্য সেজুতি ধর। এরপর অতিথি ও সংগঠনের প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন ও নির্ভয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান।
সহকারী অধ্যাপক মোঃ বাকী বিল্লাহ বলেন, নির্ভয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকে এটি সুন্দর সমাজ বিনির্মাণে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টস গোলস (এসডিজি) বাস্তবায়নে কাজ করে আসছে যা প্রশংসার দাবীদার। তিনি নির্ভয়ের কার্যক্রম দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রভাষক রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে নির্ভয়ের মত সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে সমাজের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান এবং নির্ভয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নির্ভয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুল ইসলাম নির্ভয়ের বিগত দুই বছরের কার্যক্রমের বর্ণণা তুলে ধরেন এবং নির্ভয়ের ভবিষ্যৎ পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে নির্ভয় ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ২০২০ সালের তিনটি ভিন্ন ভিন্ন ‘এক্সিকিউটিভ কমিটি’ ঘোষণা করা হয়। একটি সেন্ট্রাল কমিটি এবং দুইটি শাখা কমিটি(জাককানইবি শাখা ও ময়মনসিংহ শাখা)।
সেন্ট্রাল কমিটিতে ডিরেক্টর হিসেবে নির্ভয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুল ইসলাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুলগ্না রেমা, ট্রেজারার নাজমুন্নাহার নিপা, এইচ আর কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান তুহিন, পি আর কো-অর্ডিনেটর ছিদ্দুকুল করিম শামীম, ইভেন্ট ম্যানেজার মাহমুদ কামাল কৌশিক এবং ডকুমেন্টেশন কো-অর্ডিনেটর হিসেবে মহসিনা আক্তার স্বর্ণা দায়িত্ব পেয়েছেন।
জাককানইবি শাখায় প্রধান উপদেষ্টা হিসেবে উপচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা হিসেবে আছেন প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. মোঃ সুজন আলী, সহকারী প্রক্টর ও ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান মোঃ বাকী বিল্লাহ, সহকারী প্রক্টর মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আসিফ ইকবাল আরিফ, সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সোনিয়া ফারহানা সনি, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুদুর রহমান এবং দর্শন বিভাগের প্রভাষক তারিফুল ইসলাম। এছাড়াও এক্সিকিউটিভ কমিটিতে ডিরেক্টর হিসেবে শফিকুল আলম বাপ্পী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজিফা আলম তোরসা, ট্রেজারার জেসমিন নাহার জেরিন, এইচ আর কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন সাকিব, পি আর কো-অর্ডিনেটর রেদোয়ান খন্দকার, ইভেন্ট ম্যানেজার রবিউল ইসলাম এবং ডকুমেন্টেশন কো-অর্ডিনেটর হিসেবে সেজুতি ধর কে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ময়মনসিংহ শাখায় ডিরেক্টর হিসেবে অমিত কুমার সরকার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে শ্রীকান্ত সাহা এবং ডকুমেন্টেশন কো-অর্ডিনেটর হিসবে সুইটি আহমেদ কে দায়িত্ব প্রদান করা হয় এবং আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
এরপর আমন্ত্রিত সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উল্লেখ্য, নির্ভয় ফাউন্ডেশন ২০১৭ সালের ৫ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।